বাসস দেশ-৩৯ : অধিক ফলনশীল ফলের জাত উদ্ভাবনে গবেষণা কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ

128

বাসস দেশ-৩৯
পরামর্শ-কমিটি-কৃষি
অধিক ফলনশীল ফলের জাত উদ্ভাবনে গবেষণা কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ
ঢাকা, ২৬ নভেম্বর, ২০১৯ (বাসস) : কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় বিভিন্ন ধরনের ফল-মূল স্বল্পমূল্য ও সহজলভ্য করতে অধিক ফলনশীল জাত উদ্ভাবনে গবেষণা কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেয়া হয়েছে।
সংসদ ভবনে আজ কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য কৃষি মন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক, মুহাঃ ইমাজ উদ্দিন প্রাং, মোঃ মামুনুর রশীদ কিরন এবং হোসনে আরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় কমিটির গত বৈঠকের সিদ্ধান্তসমূহের অগ্রগতি এবং কৃষি মন্ত্রণালয়ের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বরেন্দ্র অঞ্চলে উৎপাদিত বিভিন্ন ফসল, ফলমূল ও উৎপাদন প্রযুক্তির উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়।
সভায় সরকারি মালিকানাধীন চিনিকলকে লাভজনক করতে পাইলট প্রকল্প গ্রহণ করতে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়।
চিনিকলগুলো অলাভজনক হওয়ায় বেসরকারিকরণ করার জন্য কমিটি সুপারিশ করে।
নরসিংদীর সাগর কলা ও সবরি কলার উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৯৫৫/-আসাচৌ