বাসস ক্রীড়া-৯ : দ্বিতীয় টেস্টে পাকিস্তান দলে ব্যাপক পরিবর্তন আসতে পারে

118

বাসস ক্রীড়া-৯
পাকিস্তান-পরিবর্তন
দ্বিতীয় টেস্টে পাকিস্তান দলে ব্যাপক পরিবর্তন আসতে পারে
এডিলেড, ২৬ নভেম্বর, ২০১৯(বাসস) : পরাজিত হওয়া প্রথম টেস্টের স্কোয়াডে ব্যাপক পরিবর্তন এনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারে সফরকারী পাকিস্তান দল।
এডিলেডে আগামী শুক্রবার শুরু হওয়া দিবা-রাত্রির টেস্ট দিয়ে লংগার ভার্সনে অভিষেক ঘটতে পারে পাকিস্তানের তরুণ ফাস্ট বোলার মুসা খানের।
ব্রিসবেনে গাব্বায় অনুষ্ঠিত প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫ রানে পরাজিত হওয়ার পর পাকিস্তান দলে অভিষেক হতে পারে ওপেনার ইমামুল হক ও ফাস্ট বোলার মোহাম্মদ আব্বাসেরও। প্রথম ম্যাচে দলের বাজে পারফরমেন্সের পর দলে ব্যাপক পরিবর্তন আশা করছে অনেকেই।
ধুকতে থাকা হারিস সোহেলের জায়গায় ইমাম এবং ফাস্ট বোলার ইমরান খান সিনিয়রের জায়গায় সুযোগ পেতে পারেন আব্বাস। প্রথম ম্যাচে প্রশংসনীয় নৈপুণ্য দেখালেও নতুন পেস সেনশেসন নাসিম শাহর পরিবর্তে অভিষেক হতে পারে মুসার।
বাসস/স্বব/১৯২৫/এএমটি