বাসস ক্রীড়া-৮ : এশিয়ান আরচ্যারিতে ওয়ার্ল্ড আরচ্যারি ফেডারেশনের কাছে হেরে গেল বাংলাদেশ

125

বাসস ক্রীড়া-৮
আরচ্যারি-এশিয়ান
এশিয়ান আরচ্যারিতে ওয়ার্ল্ড আরচ্যারি ফেডারেশনের কাছে হেরে গেল বাংলাদেশ
ঢাকা, ২৬ নভেম্বর ২০১৯ (বাসস): থাইল্যান্ডের ব্যাংককে চলমান ২১তম এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশীপে পুরুষদের দলগত রিকার্ভ ইভেন্টে ওয়ার্ল্ড আরচ্যারি ফেডারেশনের কাছে ৫-১ সেটে হেরে সেমি-ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে মো: রোমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেলকে নিয়ে গঠিত বাংলাদেশ আরচ্যারি দল।
এর আগে চতুর্থ দিনে আজ ভিয়েতনামকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশের তীরন্দাজ দল।
মহিলাদের দলগত রিকার্ভে চাইনিজ তাইপের কাছে ৫-১ সেটে হেরে গেছে মেহনাজ আক্তার মনিরা, বিউটি রায় ও মোসাম্মৎ ইতি খাতুনকে নিয়ে গড়া বাংলাদেশ দল। পুরুষদের দলগত কম্পাউন্ড ইভেন্টের প্রি কোয়ার্টার ফাইনালে স্বাগতিক থাইল্যান্ডের কাছে ২৩০-২২৭ স্কোরের ব্যবধানে হেরে যায় অসীম কুমার দাস, মো: সোহেল রানা ও মোহাম্মদ আশিকুজ্জামানকে নিয়ে গড়া টিম বাংলাদেশ।
মহিলাদের দলগত কম্পাউন্ডে ফিলিপাইনের কাছে ২১৮-২১৭ স্কোরের ব্যবধানে হেরে যায় সুস্মিতা বনিক, বন্যা আক্তার ও শ্যামলী রায়কে নিয়ে গঠিত বাংলাদেশ দল।
বাসস/এমএইচসি/১৯১০/স্বব