বাজিস-৩ : দিনাজপুরে ১৪ কিলোমিটার সড়কের নির্মান কাজ শুরু

112

বাজিস-৩
দিনাজপুর- সড়ক নির্মান
দিনাজপুরে ১৪ কিলোমিটার সড়কের নির্মান কাজ শুরু
দিনাজপুর, ২৬ নভেম্বর, ২০১৯ (বাসস): জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ থেকে বিনোদনগর ভায়া শৌলাহাট পর্যন্ত ১৪ কিলোমিটার কাঁচা সড়কের নির্মানকাজ আজ শুরু হয়েছে।
এই সড়ক নির্মানে ব্যয় হবে প্রায় সাতকোটি ৯২ লাখ টাকা।
আর এ সড়কের নির্মানকাজ আগামী বছর ৩১ মার্চের মধ্যে সম্পন্ন করতে ঠিকাদারকে সিডিউলে সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার আজ মঙ্গলবার দুপুর ১২টায় নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ জাটিহার গ্রাম নামকস্থানে এই কাঁচা সড়কের নির্মান কাজ উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
সড়ক নির্মানকাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন
দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ খলিলুর রহমান জানান, নির্মিতব্য ১৪ কিলোমিটার সড়কে ৪টি ব্রিজ নির্মান করা হবে। ২টি প্যাকেজে নির্মান কাজের জন্য দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। যুগোপযোগী ও টেকসই পদ্ধতিতে এই রাস্তা নির্মান করার জন্য ঠিকাদারকে সিডিউলে নির্দেশনা দেয়া রয়েছে। আগামী বছর ৩১ মার্চের মধ্যে নির্মান কাজ সম্পন্ন করতে ঠিকাদারকে সিডিউলে সময়সীমা বেধে দেয়া হয়েছে এবং সড়কের নির্মান কাজ সম্পন্ন হলে তা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
বাসস/সংবাদদাতা/১৭৪০/এমকে