বাজিস-২ : বরগুনায় অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্বোধন

173

বাজিস-২
বরগুনা-উদ্বোধন
বরগুনায় অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্বোধন
বরগুনা, ২৬ নভেম্বর, ২০১৯ (বাসস): জেলায় আজ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার হুমায়ূন শাহিন খান।
ইউকেএইড-এর আর্থিক সহযোগিতা এবং কনসার্ন ওয়ারল্ডওয়াইড-এর নেতৃত্বে ‘পার্টনারস ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট-পিএইচডি’ নামের সংস্থা প্রকল্পটি বাস্তবায়ন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন করেন।
বাসস/সংবাদদাতা/১৭৩৭/এমকে