বাসস ক্রীড়া-২ : টটেনহ্যামে জ্লাটানের খেলার বিষয়টি নাকচ করে দিলেন মরিনহো

126

বাসস ক্রীড়া-২
ফুটবল- জ্লাটান
টটেনহ্যামে জ্লাটানের খেলার বিষয়টি নাকচ করে দিলেন মরিনহো
লন্ডন, ২৬ নভেম্বর ২০১৯ (বাসস) : মেজর লিগ সকার ক্লাব এলএ গ্যালাক্সি থেকে সম্প্রতি চলে আসার ঘোষনা দিয়েছেন জ্লাটান ইব্রাহিমোভিচ। এরপরপরই সুইস এই তারকার আবারো ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার একটি গুজব শোনা গিয়েছিল। কিন্তু হোসে মরিনহো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন টটেনহ্যামের সাথে তার চুক্তির কোন সুযোগই নেই।
ইন্টার মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডে ইব্রার সাথে কাজ করার সুযোগ পেয়েছেন মরিনহো। স্পার্সদের নতুন এই কোচ জানিয়েছেন হ্যারি কেনদের সাথে ৩৮ বছর বয়সী জ্লাটানকে দলে নেবার কোন মানে নেই। এ সম্পর্কে মরিনহো বলেন, ‘অবশ্যই তার সাথে যোগাযোগের বিষয়টি সত্য। মূলত তার সাথে আমাদের যোগাযোগের থেকে বেশী কিছু আছে। সে নি:সন্দেহে একজন অসাধারণ খেলোয়াড়, একজন চমৎকার মানুষ। কিন্তু টটেনহ্যামে তার খেলার কোন সুযোগ নেই। ইংল্যান্ডের সেরা স্ট্রাইকার আমার দলে আছে। এছাড়াও বিশ্বের দুই থেকে তিনটি শীর্ষ স্ট্রাইকারও এখানে আছে। যে কারনে জøাটানকে নতুন করে দলে নেবার কোন মানে নেই। তার বয়স হয়েছে, তারপরেও অবশ্য বিশ্বের যেকোন ক্লাবে খেলার যোগ্যতা সে রাখে।’
গত সপ্তাহে স্পার্সদের নতুন কোচ হিসেবে দায়িত্ব পাবার পর বেশ ব্যস্ত সময় শুরু হচ্ছে মরিনহোর। ইতোমধ্যেই ওয়েস্ট হ্যামের সাথে শনিবার ৩-২ গোলের জয়ের মাধ্যমে স্পার্স অধ্যায় শুরু করেছেন এই স্প্যানিয়ার্ড। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছিল টটেনহ্যাম। এবারও নক আউট পর্বে যাবার দারুন সুযোগ রয়েছে তাদের সামনে। গ্রুপ-বি’তে বায়ার্ন মিউনিখের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে লন্ডনের ক্লাবটি। নতুন ক্লাবে মানিয়ে নিতে কিছুটা সময়ের প্রয়োজন বলে মরিনহো স্বীকার করেছেন।
পোর্তো ও ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে মরিনহোর। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি এই প্রতিযোগিতাটি ফুটবলের অন্য সকলের মতই দারুন পছন্দ করি। এটা এমন একটি প্রতিযোগিতা যা জেতার স্বপ্ন সকলের মধ্যেই থাকে। যদিও সবার সেই সৌভাগ্য হয়না। দুইবার এই শিরোপা জিততে পেরে আমি সত্যিই গর্বিত।’
বাসস/নীহা/১৬৪০/স্বব