নিহত ফায়ার সার্ভিস কর্মকর্তার পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান

356

ঢাকা, ২৫ নভেম্বর, ২০১৯ (বাসস) : কর্মরত অবস্থায় নিহত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ রেজাউল্লাহর পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রদত্ত পাঁচ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন আজ সোমবার রেজাউল্লাহর পিতার হাতে এ চেক হস্তান্তর করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ হাবিবুর রহমানসহ অধিদপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।
এতে বলা হয়, চলতি বছরের ১৬ জুলাই উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মোঃ রেজাউল্লাহ সরকারি কাজে কর্মরত অবস্থায় এক দুর্ঘটনায় আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ১৯৮৪ সালের ১ জুন সরকারি চাকরিতে যোগদান করেন।