রাশিয়া ফুটবল দলকে অভিনন্দন জানালেন শারাপোভা

454

মস্কো (রাশিয়া), ২ জুলাই ২০১৮ (বাসস) : টাইব্রেকারে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে বিদায় জানিয়ে দেশের মাটিতে ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা স্বাগতিক রাশিয়াকে অভিনন্দন জানিয়েছেন দেশটির টেনিস তারকা মারিয়া শারাপোভা। নিজ দেশের ফুটবল দলের এমন দুর্দান্ত সাফল্যে দারুণ উচ্ছ্বসিতও শারাপোভা।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজ দেশের ফুটবল দলকে নিয়ে শারাপোভা লিখেন, ‘ইয়াপপপপা … খুবই ভালো খেলেছো তোমরা। সকলের জন্য শুভ কামনা রইল।’
রোববার মস্কোতে শেষ ষোলর তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় রাশিয়া ও স্পেন। নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতায় শেষ হয়। এরপর অতিরিক্ত সময়েও কোন দল গোল করতে পারেনি। তাই ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে রাশিয়া ৪-৩ ব্যাবধানে হারায় স্পেনকে। টাইব্রেকারে স্পেনের দু’টি শট আটকে দেন রাশিয়া গোলরক্ষক ইগর আকিনফিব। পরেও ম্যাচ সেরাও হন তিনি।
শেষ ষোলোর ম্যাচ জিতে ১৯৬৬ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পর এই প্রথমবারের মত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠলো রাশিয়া।