বাসস দেশ-৫ : চট্টগ্রামের সাবেক সিভিল সার্জনসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

139

বাসস দেশ-৫
দুদকের-মামলা
চট্টগ্রামের সাবেক সিভিল সার্জনসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা
চট্টগ্রাম, ২৫ নভেম্বর ২০১৯ (বাসস) : যন্ত্রপাতি কেনার নামে ৯ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খাঁনসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় দুদক সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-১ এ তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক সিরাজুল ইসলাম।
মামলার অপর আসামিরা হলেন, ডা. আব্দুর রব, ডা. মইনুদ্দিন মজুমদার, ডা. বিজন কুমার নাথ, যন্ত্রপাতি সরবরাহকারী জাহের উদ্দিন, মুন্সি ফারুক হোসেন ও আফতাব আহমেদ।
দুদকের উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিভিল সার্জন অফিসের যন্ত্রপাতি কেনার সময় আসামিরা বাজার দর থেকে বেশি দেখিয়ে ৯ কোটি ১৫ লাখ আত্মসাৎ করেন। প্রাথমিক তদন্তে বিষয়টি নিশ্চিত হয়ে আজ তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
বাসস/জিই/কেএস/১৫৫৬/কেএআর