কিরগিজস্তানে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

230

বিশকেক, ২৫ নভেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক): কিরগিজস্তানে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ১১ জন আহত হয়েছে। এদের মধ্যে এক শিশু রয়েছে। সোমবার দেশটির জরুরি মন্ত্রণালয় একথা জানায়। খবর সিনহুয়ার।
মন্ত্রণালয়ের প্রেস সার্ভিস আরো জানায়, একটি মিনিভ্যানের সাথে বাসের ধাক্কায় তিন নারী ও চার বছর বয়সের এক বালক নিহত হয়েছে।
বিশকেক-ওশ মহাসড়কে রোববার মধ্যরাতের দিকে এ দুর্ঘটনা ঘটে। সড়কটি কিরগিজস্তানের উত্তর ও দক্ষিণ অঞ্চলকে যুক্ত করেছে।
মন্ত্রণালয় জানায়, এ দুর্ঘটনায় ১১ জন আহত হয়েছে। এদের মধ্যে দু’জন পুরুষ, ছয়জন নারী ও তিন শিশু রয়েছে। আহতদের কাছের হাসপাতালে নেয়া হয়েছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।