বাসস দেশ-৩ : চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিলে খালেদা জিয়ার জামিন শুনানি বৃহস্পতিবার

130

বাসস দেশ-৩
আপিল-আদেশ
চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিলে খালেদা জিয়ার জামিন শুনানি বৃহস্পতিবার
ঢাকা, ২৫ নভেম্বর, ২০১৯ (বাসস) : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের দন্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির জন্য বৃহস্পতিবার ২৮ নভেম্বর দিন ঠিক করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ আজ এ দিন ধার্য করে আদেশ দেয়।
আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, মওদুদ আহমদ ও জয়নুল আবেদীন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
এডভোকেট জয়নুল আবেদীন সাংবাদিকদের জানান, আদালত আগামী বৃহস্পতিবার ফুল বেঞ্চে মামলাটি শুনবেন।
এর আগে ১৭ নভেম্বর এ আবেদন উপস্থাপনের পর আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান শুনানির জন্য আজ ২৫ নভেম্বর আপিল বিভাগ বেঞ্চে আবেদনটি পাঠানোর আদেশ দেন। সে অনুসারে আজ সোমবার আবেদনটি কার্যতালিকায় আসে।গত ১৪ নভেম্বর আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জামিন চেয়ে আপিল আবেদনটি করা হয়।
খালেদা জিয়া এখন কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন।
বাসস/এএসজি/ডিএ/১৪০০/শআ