বাজিস-১০ : হবিগঞ্জে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা

220

বাজিস-১০
হবিগঞ্জ-জরিমানা
হবিগঞ্জে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা
হবিগঞ্জ, ২৪ নভেম্বর ২০১৯ (বাসস) : জেলা শহরের বিভিন্ন এলাকায় আজ অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে দশহাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রোববার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মূল্য লেখা না থাকায় শহরের বাণিজ্যিক এলাকার বনফুলকে পাঁচহাজার টাকা এবং অবৈধ কসমেটিকস বিক্রির অপরাধে মা কসমেটিকসকে আরো দুইহাজার টাকা জরিমানা করা হয়।এসময় ‘মা কসমেটিকস থেকে বেশকিছু অবৈধ কসমেটিকস জব্দ ও ধ্বংস করা হয়।
একইদিনে সিনেমাহল রোডে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য রাখার অপরাধে শাপলা হোটেলকে দুইহাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় পণ্যের গায়ে মূল্য লেখা না থাকার অপরাধে মারজান এন্টারপ্রাইজকে আরো একহাজার টাকা জরিমানা করা হয়।
এই অভিযানে সহকারি উপপরিদর্শক (এএসআই) ওয়াজউদ্দিনের নেতৃতে জেলা পুলিশের একটি টিম অংশগ্রহন করে।
বাসস/সংবাদদাতা/২০৫০/এমকে