বাসস দেশ-৩৮ : প্রত্যেক শিশুকে সুশিক্ষা ও সুসংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

248

বাসস দেশ-৩৮
সিরাজগঞ্জে-সংস্কৃতি প্রতিমন্ত্রী
প্রত্যেক শিশুকে সুশিক্ষা ও সুসংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
সিরাজগঞ্জ, ২৪ নভেম্বর, ২০১৯ (বাসস) : সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, প্রত্যেক শিশুকে সুশিক্ষা ও সুসংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
রোববার শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গীকৃত পুষ্পকানন কর্মসূচি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা ও সংস্কৃতির প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। সংস্কৃতিকে প্রত্যেকের হৃদয়ে লালন করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, বহু ত্যাগের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে।এই স্বাধীনতাকে অর্থবহ করতে প্রয়োজন আগামী প্রজন্মের মানুষকে সঠিক পথে অনুসরন করানো।
সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ড. ফারুক আহাম্মেদর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পলিশ সুপার মো. ইউসুফ, সদর উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।
বাসস/সংবাদদাতা/এসএস/২০০৫/শআ