চট্টগ্রাম বই মেলা কাল শুরু

161

চট্টগ্রাম, ২৪ নভেম্বর, ২০১৯ (বাসস) : জেলার এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে কাল ২৫ নভেম্বর, শুরু হতে যাচ্ছে ৬ দিনব্যাপী বিভাগীয় বই মেলা।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক কামাল হোসেন জানান, সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, জেলা প্রশাসক ইলিয়াস হোসেন ছাড়াও চট্টগ্রামের কবি-সাহিত্যিক, প্রকাশনা সংশ্লিষ্টরাসহ স্বনামধন্য ব্যক্তিবর্গ। এ বই মেলায় অংশগ্রহণ করবে দেশের শীর্ষস্থানীয় ৬৪টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ঢাকার ৪৩টি এবং চট্টগ্রামের ২১টি প্রকাশনা প্রতিষ্ঠান। মেলা চলবে ৩০ নম্বের পর্যন্ত।
তিনি বলেন, শিশু-কিশোর ও শিক্ষার্থীদের বিনোদনের লক্ষ্যে আয়োজিত এ বই মেলার পাশাপাশি প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে চট্টগ্রামের ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণকে গুরুত্ব দেবেন আয়োজকরা। এছাড়াও থাকবে প্রকাশকদের নিজস্ব অভিব্যক্তি প্রকাশের সুযোগ।