বাসস ক্রীড়া-১৭ : হ্যারিস-জনসনের পর ইশান্ত-উমেশ

147

বাসস ক্রীড়া-১৭
ক্রিকেট-টেস্ট
হ্যারিস-জনসনের পর ইশান্ত-উমেশ
কলকাতা, ২৪ নভেম্বর, ২০১৯ (বাসস) : কলকাতার ইডেন গার্ডেন্সে দিবা-রাত্রির গোলাপি বলের টেস্টে সফরকারী বাংলাদেশের বিপক্ষে ভারতের তিন পেসার ইশান্ত শর্মা-উমেশ যাদব ও মোহাম্মদ সামি ১৯টি উইকেট শিকার করেছেন। এরমধ্যে ইশান্ত ৯টি, উমেশ ৮টি ও সামি ২টি উইকেট নেন।
ইশান্ত ৯টি ও উমেশ ৮টি উইকেট শিকার করে রেকর্ড বইয়ে নাম তুলেছেন। সেটি হলো, এই প্রথমবারের মত একই টেস্টে ভারতের দুই পেসার আট বা তার বেশি উইকেট শিকার করেছেন।
টেস্ট ক্রিকেটে এমন নজির সর্বশেষ করেছিলেন অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিস ও মিচেল জনসন। ২০১০ সালে পার্থে অ্যাশেজ সিরিজের তৃতীয় ম্যাচে ৯টি করে উইকেট শিকার করেছিলেন হ্যারিস ও জনসন।
ইডেন টেস্টের প্রথম ইনিংসে ইশান্ত ৫টি ও দ্বিতীয় ইনিংসে উমেশ ৫টি উইকেট নেন। ফলে এই প্রথমবারের মত ভারতের দুই পেসার দুই ইনিংসে ৫টি করে উইকেট শিকার করেন।
বাসস/এএমটি/১৯৩০/স্বব