বাসস ক্রীড়া-১৩ : প্রথমবারের মত স্পিনারদের অবদান ছাড়াই টেস্ট জিতলো ভারত

133

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-টেস্ট
প্রথমবারের মত স্পিনারদের অবদান ছাড়াই টেস্ট জিতলো ভারত
কলকাতা, ২৪ নভেম্বর, ২০১৯ (বাসস) : প্রথমবারের মত স্পিনারদের অবদান ছাড়াই দেশের মাটিতে টেস্ট জিতলো ভারত। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ দিবা-রাত্রির গোলাপি বলের টেস্টে সফরকারী বাংলাদেশকে ইনিংস ও ৪৬ রানের বড় ব্যবধানে হারায় বিরাট কোহলির দল। এই টেস্টে ভারতের স্পিনাররা কোন উইকেটই শিকার করতে পারেননি।
বাংলাদেশের পতন হওয়া ১৯টি উইকেটই নিয়েছেন ভারতের তিন পেসার ইশান্ত শর্মা-উমেশ যাদব ও মোহাম্মদ সামি। ইশান্ত ৯টি, উমেশ ৮টি ও সামি ২টি উইকেট নেন। গোলাপি বলের টেস্টে ভারতের স্পিনাররা মাত্র সাত ওভার বল করার সুযোগ পান।
দেশের মাটিতে প্রথমবার হলেও, বিদেশের মাটিতে আগে একবার স্পিনারদের অবদান ছাড়াই টেস্ট ম্যাচ জিতেছিলো ভারত।
এই টেস্টে ভারতের তিন পেসার ১৯ উইকেট নিয়ে নয়া রেকর্ডও গড়েছে। দেশের মাটিতে কোন টেস্ট পেসারদের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। ভারতের পেসারদের আগের রেকর্ডটি ছিলো ১৭ উইকেট শিকারের। ২০১৭ সালে এই ইডেনেই শ্রীলংকার বিপক্ষে ১৭ উইকেট নিয়েছিলো ভারতের পেসাররা।
আর এই নিয়ে তৃতীয়বারের মত এক টেস্টে ১৯ বা ততোধিক উইকেট শিকার করলো ভারতের পেসাররা। যা নিজেদের টেস্ট ইতিহাসে গেল দু’বছরে করে দেখালো ভারতের পেসাররা।
বাসস/এএমটি/১৭৪৫/স্বব