চেলসির বিপক্ষে ম্যান সিটির গুরুত্বপূর্ণ জয়, মরিনহোর অধীনে ফিরে এসেছে স্পার্সরা

205

লন্ডন, ২৪ নভেম্বর ২০১৯ (বাসস) : চতুর্ত স্থানে থাকা চেলসির বিপক্ষে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলের গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছে ম্যানচেস্টার সিটি। এদিকে হোসে মরিনহো অধীনে প্রথম ম্যাচেই ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৩-২ গোলের জয়ের মাধ্যমে এ্যাওয়ে ম্যাচে পরাজয়ের খরা কাটিয়েছে টটেনহ্যাম হটস্পার।
ব্রাইটনকে ২-০ গোলে পরাজিত করে টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে লিস্টার সিটি। যদিও শীর্ষে থাকা লিভারপুলের বিপক্ষে তারা ৮ পয়েন্ট পিছিয়ে রয়েছে। ধুকতে থাকা আর্সেনাল নীচের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা সাউদাম্পটনের সাথে স্টপেজ টাইমের গোলে ২-২ গোলের ড্র নিয়ে কোনরকমে এক পয়েন্ট সংগ্রহ করেছে। ক্রিস্টাল প্যালেসকে কঠিন লড়াইয়ের পর ২-১ গোলে পরাজিত করেছে লিভারপুল। এই জয়ে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের থেকে বর্তমানে ৯ পয়েন্ট এগিয়ে রয়েছে জার্গেন ক্লপের দল।
ইতিহাদ স্টেডিয়ামে এন’গোলো কন্টের গোলে প্রথমার্ধের ২১ মিনিটে এগিয়ে গিয়েছিল সফরকারী ব্লুজরা। তবে আট মিনটি পর কেভিন ডি ব্রুইনার ডিফ্লেকটেড শটে সমতা ফেরানোর পর ৩৭ মিনিটে রিয়াদ মাহারেজের ট্রেডমার্ক স্ট্রাইকারে ২-১ গোলের জয় তুলে নেয় সিটিজেনরা। এরপর পুরো ম্যাচে পেপ গার্দিওলার দল কখনই পুরোপুরি ভাবে স্বস্তিতে ছিলনা। তবে স্টপেজ টাইমে রাহিম স্টার্লিংয়ের গোলে ব্যবধান বাড়লেও ভিএআর’র সহযোগিতায় অফ-সাইডের সিদ্ধান্তে গোলটি বাতিল হয়ে যায়। ম্যাচে ম্যানচেস্টার সিটি মাত্র ৪৬.৭৪ শতাংশ পজিশন নিজেদের দখলে নিয়েছিল। শীর্ষ কোন লিগে গার্দিওলার অধীনে শেষ ৩৮১টি ম্যাচে এটিই ছিল সর্বনি¤œ রেকর্ড। ৭৭ মিনিটে দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সার্জিও এগুয়েরোর ইনজুরিতে বেশ দু:শ্চিন্তায় পড়েছেন গার্দিওলা।
ম্যাচ শেষে গার্দিওলা স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘একটি শীর্ষ দলের বিপক্ষে একটি শীর্ষ একটি ম্যাচ ছিল। গত ২০ বছর যাবত চেলসি গুনগত মানের ফুটবল খেলছে। ম্যাচের সেরা মুহূর্তে যখন তারা এগিয়ে গিয়েছিল আমাদের সঠিক সময়ে ফিরে আসাটা জরুরি ছিল। কিন্তু আজ আমরা অনেক সুযোগ নষ্ট করেছি।’
এদিকে দিনের শুরুতে লিভারপুল আরো একবার শেষ মুহূর্তের গোলে নিজেদের জয় তুলে নিয়েছে। ৮৫ মিনিটে জয়সূচক গোলটি করেছেন ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনো। এর আগে দ্বিতীয়ার্ধের শুরুতে সাদিও মানের গোলে এগিয়ে গিয়েছিল অল রেডসরা। ৮২ মিনিটে উইলফ্রিড জাহার গোলে সমতা ফেরায় ক্রিস্টাল প্যালেস। এই গোলের পর মনে হয়েছিল মৌসুমে হয়ত দ্বিতীয়বারের মত পয়েন্ট হারানে যাচ্ছে লিভারপুল।
৩০ বছরের মধ্যে প্রথমবারের মত লিগ শিরোপা জয়ের দৌড়ে দারুনভাবে এগিয়ে রয়েছে ইউরোপীয়ান চ্যাম্পিয়নরা। এবারের লিগে ১৩ ম্যাচে ১২টি জয় তুলে নেয়া লিভারপুল গত ৩০টি লিগ ম্যাচে অপরাজিত আছে। ব্রাইটনের বিপক্ষে আয়োজে পেরেজের ৬৪ মিনিটের গোলে এগিয়ে গিয়েছির ব্রেন্ডন রজার্সের দল। এরপর ৮২ মিনিটে জেমি ভার্দের পেনাল্টিতে টানা পাঁচ ম্যাচে জয় নিশ্চিত হয় লিস্টারের।
লন্ডন স্টেডিয়ামে সং হেয়াং-মিন, লুকাস মৌরা ও হ্যারি কেনের গোলে ৪৯ মিনিটে ৩-০ গোলে এগিয়ে গিয়ছিল টটেনহ্যাম। যদিও দ্বিতীয়ার্ধের দুই গোলে ওয়েস্ট হ্যাম দারুনভাবে ম্যাচে ফিরে এসেছিল। গত সপ্তাহে কোচ মরিসিও পোচেত্তিনোর বরখাস্তের পর নতুন দায়িত্ব পাওয়া হোসে মরিনহোর অধীনে এটাই ছিল স্পার্সদের প্রথম ম্যাচ। জানুয়ারি থেকে লিগে কোন এ্যাওয়ে ম্যাচে জয় পায়নি টটেনহ্যাম। মরিনহোর অধীনে এই প্রথম তারা এ্যাওয়ে ম্যাচে জয় তুলে নিল। ম্যাচ শেষে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক বস মরিনহো বলেছেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ। এ্যাওয়ে ড্রেসিং রুমে গত ৯ মাস কোন গান বাজেনি, কেউ হাসেনি। এখন থেকেই এটাকেই স্বভাবে পরিণত করতে চাই। সবকিছু যখন নিজের নির্দেশনা, পরিকল্পনা মাফিক হয় এর থেকে আনন্দের আর কিছু হতে পারেনা।