বাসস দেশ-৪ : গাজীপুরে সড়ক দুর্ঘটনায় কর্মসংস্থান ব্যুরোর কর্মকর্তা নিহত

166

বাসস দেশ-৪
সড়ক-দুুর্ঘটনা
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় কর্মসংস্থান ব্যুরোর কর্মকর্তা নিহত
গাজীপুর, ২৪ নভেম্বর, ২০১৯ (বাসস) : গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় কাভার্ডভ্যান-প্রাইভেটকার সংঘর্ষে ময়মনসিংহ জেলা কর্মসংস্থান ও জনশক্তি ব্যুরোর কর্মকর্তা নিহত হয়েছেন।
আজ রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কর্মকর্তার নাম ইসরাফিল (৫৫)। এ সময় আহত হয়েছেন ময়মনসিংহ জেলা কর্মসংস্থান ও জনশক্তি ব্যুরোর সহকারী পরিচালক এনামুল হক। নিহত ইসরাফিলের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার কোয়ালিয়া এলাকায়। পিতার নাম মৃত মমতাজ মিয়া। আহত এনামুল হক বগুড়ার আদমদীঘি থানার বিগ্রামের সোলায়মান আলীর ছেলে।
নাওজোড় হাইওয়ে থানার এসআই কামরুল ইসলাম জানান, তারা দুইজন প্রাইভেটকারে করে ময়মনসিংহে যাচ্ছিলেন। কার চালাচ্ছিলেন এনামুল হক। সকাল সাড়ে ৭টার দিকে হোতাপাড়া এলাকায় ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যানের সাথে প্রাইভেটকারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।এতে প্রাইভেটকার দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইসরাফিল মারা যান। আহত এনামুল হককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে এবং লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাসস/সংবাদদাতা/এমএআর/১৩০১/এমএবি