চাঁদপুরে এতিমখানার ছাদ ধসে ৩৫ ছাত্র আহত

214

চাঁদপুর, ২৪ নভেম্বর, ২০১৯ (বাসস) : জেলার মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি কমপ্লেক্সের ওয়ায়েসিয়া কামিল মাদ্রাসার এতিমখানার বারান্দার ছাদ ধসে পড়ে অন্তত ৩৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে
আহতদের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও চাঁদপুর জেলা সদর হসপিটালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে, চাঁদপুর থেকে দমকল কর্মী, উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
গতরাত সাড়ে ১০টায়, ফরাজীকান্দি ওয়ায়েসিয়া কামিল মাদ্রাসার এতিমখানার ছাত্ররা আসন্ন ১৬ ডিসেম্বর এর কুচকাওয়াজে অংশগ্রহণের লক্ষ্যে নিজেদের মধ্যে সভা করছিলো। এ সময়, হঠাৎ তিনতলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলার পশ্চিম অংশের বারান্দার ছাদের অংশের ছাদ ধসে পড়ে।
এতে, ছাদের আস্তর পড়ে এতিমখানার অন্তত ৩৫ শিক্ষার্থী আহত হয়। এ মাদ্রাসায় প্রায় আড়াইশ’ শিক্ষার্থী রয়েছেন।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আতাউল গনি জানান, শনিবার রাত সাড়ে দশটায় টায়, ফরাজীকান্দি ওয়ায়েসিয়া কামিল মাদ্রাসার এতিমখানার ছাত্ররা আসন্ন ১৬ ডিসেম্বর এর কুচকাওয়াজে অংশগ্রহণের লক্ষ্যে নিজেদের মধ্যে সভা করছিলো। এ সময়, হঠাৎ তিনতলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলার পশ্চিম অংশের বারান্দার ছাদের অংশের ছাদ ধসে পড়ে। আহতদের জেলার মতলব উত্তর দক্ষিণ, সদর হসপিটালে এবং কয়েকজন কে ঢাকায় চিকিৎসার জন্য নেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।