বাজিস-১১ : নীলফামারীতে অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি শুরু

235

বাজিস-১১
নীলফামারী-কর্মসৃজন কর্মসূচি
নীলফামারীতে অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি শুরু
নীলফামারী, ২৩ নভেম্বর ২০১৯ (বাসস): জেলার সৈয়দপুর উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থানের লক্ষ্যে চল্লিশদিনের কর্মসৃজন কর্মসূচি আজ শুরু হয়েছে।
আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. গোলাম কিবরিয়া।
এ সময় উপস্থিত ছিলেন বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণোবেশ চন্দ্র বাগচী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো. আবু হাসনাত সরকার প্রমুখ।
প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো. আবু হাসনাত সরকার জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নে ২০১৯-২০২০ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৪০ দিনের মাটিকাটার কাজ শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় একহাজার নয়জন সুবিধাভোগির মধ্যে ৫৪১ জন নারী এবং ৪৬৮জন পুরুষ। তারা জনপ্রতি দৈনিক দুইশ’ টাকা করে মজুরি পাবেন।
তিনি জানান, এই কর্মসূচির আওতায় কামারপুকুর ইউনিয়নে ১৮২ জন, কাশিরাম বেলপুকুরে ২৩২ জন, বাঙ্গালীপুরে ১৪৭ জন, বোতলাগাড়িতে ২৬৪ জন এবং খাতামধুপুর ইউনিয়নে ১৮৪জন সুবিধা পাবেন।
বাসস/সংবাদদাতা/২০৩২/এমকে