বাজিস-১০ : বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

240

বাজিস-১০
বগুড়া-সার ও বীজ
বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বগুড়া, ২৩ নভেম্বর ২০১৯ (বাসস) : জেলার ধুনট উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় আজ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুর ১টায় ধুনট উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলার একহাজার ২৭০জন কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ প্রণোদনা দেয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীল নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানে ২০১৯-২০ রবি খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার একহাজার ২৭০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, ভুট্টা, গম, পেয়াজ, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন মুগ, গ্রীষ্মকালীন মুগবীজ, ডিএপি এবং এমওপি সার বিতরণ করা হয়।
বাসস/সংবাদদাতা/২০২০/এমকে