বাসস ক্রীড়া-১১ : দ্বিতীয় ইনিংসের শুরুতেও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের

125

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-টেস্ট
দ্বিতীয় ইনিংসের শুরুতেও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের
কলকাতা, ২৩ নভেম্বর, ২০১৯ (বাসস) : ইডেনে ভারতের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারী বাংলাদেশ। ২ উইকেটে ৭ রান নিয়ে চা-বিরতিতে গেছে টাইগাররা। ইনিংস হার এড়াতে ৮ উইকেট থেকে আরও ২৩৪ রান করতে হবে বাংলাদেশকে। দলের ওপেনার সাদমান ইসলাম ও অধিনায়ক মোমিনুল হক শুন্য রান করে ফিরেন। দু’টি উইকেট শিকার করেছেন ভারতের পেসার ইশান্ত শর্মা।
এর আগে ৯ উইকেটে ৩৪৭ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষনা করে ভারত। প্রথম ইনিংস থেকে ২৪১ রানের লিড পায় টিম ইন্ডিয়া।
ভারতের পক্ষে প্রথম ইনিংসে সর্বোচ্চ ১৩৬ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। এছাড়া চেতেশ্বর পূজারা ৫৫, আজিঙ্কা রাহানে ৫১, রোহিত শর্মা ২১, ঋদ্ধিমান সাহা অপরাজিত ১৭, মায়াঙ্ক আগারওয়াল ১৪, রবীন্দ্র জাদেজা ১২, রবীচন্দ্রন অশ্বিন ৯, উমেশ যাদব শুন্য ও ইশান্ত শর্মা শুন্য রান করেন। বাংলাদেশের আল-আমিন ও এবাদত ৩টি করে, আবু জায়েদ ২টি এবং তাইজুল ১টি উইকেট নেন।
প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়েছিলো বাংলাদেশ।
বাসস/এএমটি/১৮২৫/স্বব