নির্ধারিত সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ সম্পন্নের সুপারিশ

178

ঢাকা, ২৩ নভেম্বর, ২০১৯ (বাসস) : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি নির্ধারিত সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ সম্পন্ন করার সুপারিশ করেছে। কমিটির সভাপতি আ.ফ.ম. রুহুল হকের নেতৃত্বে প্রকল্প কার্যক্রমের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করার সময় কমিটি এ সুপারিশ করা হয়।
পরিদর্শনকালে কমিটির সদস্য মো. মোজাফ্ফর হোসেন, শিরীন আহমেদ এবং হাবিবা রহমান খান উপস্থিত ছিলেন।
এছাড়া কমিটির বিশেষ আমন্ত্রণে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান পরিদর্শনে অংশগ্রহণ করেন।
কমিটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকা ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে।
পরিদর্শনের সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালকসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবায়ের সংশ্লিষ্ট কর্তকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।