বাজিস-৮ : শেরপুরের শ্রীবরদীতে কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

158

বাজিস-৮
শেরপুর- সরিষা বীজ
শেরপুরের শ্রীবরদীতে কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ
শেরপুর, ২৩ নভেম্বর ২০১৯ (বাসস):জেলার শ্রীবরদী উপজেলায় কৃষি প্রণোদনা হিসেবে আটশ’ কৃষকের মাঝে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ওইসব বীজ ও সার বিতরণ করা হয়।
এ উপলক্ষে আজ দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাজাহান কবিরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদের প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হাছান। তিনি জানান, উপজেলায় আটশ’ প্রান্তিক কৃষকের মধ্যে জনপ্রতি এককেজি সরিষার বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন ঘোষণা করা হয়।পরে ইঁদুর নিধনের কৃতিত্ব অর্জনের জন্যে তিনজন কৃষককে পুরস্কৃত করা হয়।
বাসস/সংবাদদাতা/১৮০৫/এমকে