বাসস ক্রীড়া-৫ : সেঞ্চুরিতে পন্টিং’কে পেছনে ফেললেন কোহলি

145

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-টেস্ট
সেঞ্চুরিতে পন্টিং’কে পেছনে ফেললেন কোহলি
কলকাতা, ২৩ নভেম্বর, ২০১৯ (বাসস) : অস্ট্রেলিয়ার রিকি পন্টিংকে পিছনে ফেলে টেস্ট অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন ভারতের বিরাট কোহলি।
ইডেনে চলমান দিবা-রাত্রির টেস্টে বাংলাদেশের বিপক্ষে বড় ফরম্যাটের ক্যারিয়ারে ২৭তম সেঞ্চুরি করেন কোহলি। তবে অধিনায়ক হিসেবে এটি তার ২০তম সেঞ্চুরি। ৮৬তম ইনিংসে ২০তম সেঞ্চুরির স্বাদ পেলেন কোহলি। তার এ ইনিংসের ফলে পিছনে পড়ে গেলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পন্টিং। অধিনায়ক হিসেবে ১৪০ ইনিংসে ১৯টি সেঞ্চুরি করেছেন পন্টিং।
অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্বরেকর্ড দখলে রেখেছেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ। ১৯৩ ইনিংসে ২৫টি সেঞ্চুরি করেছেন স্মিথ।
টেস্টে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরিতে শীর্ষ তিন ব্যাটসম্যান :
অধিনায়ক সেঞ্চুরি ইনিংস
গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা) ২৫ ১৯৩
বিরাট কোহলি (ভারত) ২০ ৮৬
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ১৯ ১৪০
বাসস/এএমটি/১৬০০/স্বব