বাসস ক্রীড়া-৩ : পন্টিং-এ বিশ্বরেকর্ড ভাঙ্গলেন কোহলি

146

বাসস ক্রীড়া-৩
ক্রিকেট-টেস্ট
পন্টিং-এ বিশ্বরেকর্ড ভাঙ্গলেন কোহলি
কলকাতা, ২৩ নভেম্বর, ২০১৯ (বাসস) : অধিনায়ক হিসেবে টেস্টে দ্রুত ৫হাজার রানে নয়া বিশ্বরেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এ পথে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং-এর বিশ্বরেকর্ড ভাঙ্গেন কোহলি।
ইডেনে বাংলাদেশের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে সেঞ্চুরির ইনিংস খেলে অধিনায়ক হিসেবে দ্রুত ৫ হাজার রানে বিশ্বরেকর্ড গড়েন কোহলি। ৮৬তম ইনিংস ব্যাট হাতে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ৯৭ ইনিংসে অধিনায়ক হিসেবে দ্রুত ৫ হাজার রান করেছিলেন পন্টিং। এই তালিকার তৃতীয়স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড। ১০৬তম ইনিংসে অধিনায়ক হিসেবে ৫ হাজার রান করেছিলেন ক্যারিবীয় এই সাবেক নেতা।
বাসস/এএমটি/১৫৫০/স্বব