বাসস ক্রীড়া-১ : ওয়াটলিং-এর সেঞ্চুরিতে লিড নিউজিল্যান্ডের

141

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-টেস্ট
ওয়াটলিং-এর সেঞ্চুরিতে লিড নিউজিল্যান্ডের
মাউন্ট মঙ্গানুই, ২৩ নভেম্বর, ২০১৯ (বাসস) : ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে চাপে পড়লেও তৃতীয় দিন উইকেটরক্ষক বিজে ওয়াটলিং-এ সেঞ্চুরিতে দারুনভাবে ঘুড়ে দাঁড়িয়ে লিড নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৩৫৩ রানের জবাবে ওয়াটলিং-এর অপরাজিত ১১৯ রানের সুবাদে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৯৪ রান করেছে নিউজিল্যান্ড। ফলে ৪ উইকেট হাতে নিয়ে ৪১ রানে এগিয়ে স্বাগতিকরা।
মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১৪৪ রান করেছিলো নিউজিল্যান্ড। ৬ উইকেট হাতে নিয়ে ২০৯ রানে পিছিয়ে ছিলো কিউইরা। হেনরি নিকোলস ২৬ ও ওয়াটলিং ৬ রান নিয়ে দিন শেষ করেছিলেন। নিকোলস ৪১ রানে আউট হলে ষষ্ঠ উইকেটে কলিন ডি গ্র্যান্ডহোমকে নিয়ে ১১৯ রানের জুটি গড়েন ওয়াটলিং। গ্র্যান্ডহোম ৬৫ রান করে থামেন।
এরপর মিচেল স্যান্টনারকে নিয়ে ৭৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের খেলা শেষ করেন ওয়াটলিং। এই জুটিতেই টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করেন ওয়াটলিং। ১৫টি চারে ২৯৮ বলে অপরাজিত ১১৯ রান করেছেন ওয়াটলিং। ৩১ রানে অপরাজিত আছেন স্যান্টনার। ইংল্যান্ডের স্যাম কারান ও বেন স্টোকন ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড : ৩৫৩/১০, ১২৪ ওভার (স্টোকস ৯১, ডেনলি ৭৪, বার্নস ৫২, সাউদি ৪/৮৮)।
নিউজিল্যান্ড : ৩৯৪/৬, ১৪১ ওভার (ওয়াটলিং ১১৯*, গ্র্যান্ডহোম ৬৫, স্টোকস ২/৩৭)।
বাসস/এএমটি/১৫৪৫/স্বব