বাসস ক্রীড়া-১১ : এশিয়ার মাটিতে মোমিনুল-মিঠুন-মুশফিকের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

111

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-টেস্ট
এশিয়ার মাটিতে মোমিনুল-মিঠুন-মুশফিকের অনাকাঙ্ক্ষিত রেকর্ড
কলকাতা, ২২ নভেম্বর, ২০১৯ (বাসস) : ভারতের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে দিবা-রাত্রি টেস্টে লজ্জার বিশ্বরেকর্ডের পাতায় নাম তুললেন বাংলাদেশের অধিনায়ক মোমিনুল হক, মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম গোলাপি বলের টেস্টে মোমিনুল-মিঠুন-মুশফিক শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেন।
ব্যাটিং অর্ডারে তিন থেকে পাঁচ নম্বর পর্যন্ত ব্যাট করেন মোমিনুল-মিঠুন ও মুশফিকুর। টেস্ট ক্রিকেটে ইতিহাসে তিন থেকে পাঁচ নম্বর পর্যন্ত ব্যাট হাতে শূন্য রানে আউট হওয়ায় বিশ্বরেকর্ডের পাতায় নাম তুলেন মোমিনুল-মিঠুন-মুশফিক। অবশ্য এমন ঘটনা টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে চারবার ঘটেছে।
তবে আগের সবগুলোই এশিয়ার বাইরের টেস্টে। তাই এশিয়ার মধ্যে তিন থেকে পাঁচ নম্বর পর্যন্ত শূন্য রানে আউট হওয়া প্রথম ব্যাটসম্যানরা হিসেবে লজ্জার রেকর্ডই গড়লেন বাংলাদেশের মোমিনুল-মিঠুন-মুশফিক।
টেস্টে তিন থেকে পাঁচ নম্বর পর্যন্ত শুন্য রানে আউট হওয়া ব্যাটসম্যানদের পরিসংখ্যান :
দল শুন্য প্রতিপক্ষ ভেন্যু সাল
বাংলাদেশ ৩ ব্যাটসম্যান ভারত কলকাতা ২০১৯
জিম্বাবুয়ে ৩ ব্যাটসম্যান নিউজিল্যান্ড হারারে ২০০৫
ওয়েস্ট ইন্ডিজ ৩ ব্যাটসম্যান ইংল্যান্ড কিংস্টন ২০০৪
দক্ষিণ আফ্রিকা ৩ ব্যাটসম্যান ইংল্যান্ড ওভাল ১৯৫৫
অস্ট্রেলিয়া ৩ ব্যাটসম্যান ইংল্যান্ড লিডস ১৮৯৯
বাসস/এএমটি/১৭২২/স্বব