বাসস ক্রীড়া-৮ : জুভেন্টাসের সাথে চুক্তি নবায়ন করলেন কুয়াড্রাডো

108

বাসস ক্রীড়া-৮
ফুটবল-চুক্তি
জুভেন্টাসের সাথে চুক্তি নবায়ন করলেন কুয়াড্রাডো
মিলান, ২২ নভেম্বর ২০১৯ (বাসস) : লিওনার্দো বনুচ্চির পথ ধরে জুভেন্টাসের সাথে চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছেন কলম্বিয়ান উইঙ্গার হুয়ান কুয়াড্রাডো। নতুন চুক্তি অনুযায়ী ২০২২ সাল পর্যন্ত সিরি-এ চ্যাম্পিয়নদের সাথে থাকবেন এই উইঙ্গার। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
৩১ বছর বয়সী কুয়াড্রাডো ২০১৫ সালে চেলসি থেকে ধারে জুভেন্টাসের যোগ দিয়েছিলন। দুই বছর পর ২০ মিলিয়ন ইউরোতে তিনি চুক্তি স্থায়ী করেন।
জুভেন্টাসের হয়ে কুয়াড্রাডো চারটি সিরি-এ, তিনটি ইতালিয়ান কাপ ও একটি ইতালিয়ান সুপার কাপের শিরোপা জয় করেছেন। ১৫১ ম্যাচে তিনি ১৫ গোল করা ছাড়াও ২৮টি গোলে সতীর্থদের সহযোগিতা করেছেন।
এবারের মৌসুমে রক্ষনভাগের ইনজুরি সমস্যার কারনে কোচ মরিজিও সারি কুয়াড্রাডোকে মূলত ফুল-ব্যাক হিসেবে ব্যবহার করেছেন।
কলম্বিয়ান এই উইঙ্গার ক্যারিয়ারের বেশীরভাগ সময়ই ইতালিতে কাটিয়েছেন। ২০১৫ সালে প্রিমিয়ার লিগের জায়ান্ট চেলসিতে যোগ দেবার আগ পর্যন্ত তিনি উদিনেস, লিস ও ফিওরেন্টিনার হয়ে খেলেছেন।
বাসস/নীহা/১৭১২/স্বব