গোলাপি বলে মহাবিপদে বাংলাদেশ

180

কলকাতা, ২২ নভেম্বর, ২০১৯ (বাসস) : ভারতের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে মহাবিপদে পড়েছে বাংলাদেশ। প্রথম দিনের মধ্যাহ্ন-বিরতির আগ পর্যন্ত ৭৩ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে মোমিনুলের দল।
কলকাতার ইডেন গার্ডেন্সে গোলাপি বলে প্রথমে ব্যাট হাতে নেমে দেখে-শুনেই খেলছিলেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাস ও ইমরুল কায়েস। ৬ ওভার পর্যন্ত অবিচ্ছিন্নই ছিলেন তারা। তবে সপ্তম ওভারের তৃতীয় বলে আউট হন ইমরুল। ৪ রান করে ফিরেন তিনি।
দলীয় ১৫ রানে প্রথম উইকেট পতনের পর বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে ধস নামে। ৬০ রানের মধ্যে ছয় ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরেন। অধিনায়ক মোমিনুল হক-মোহাম্মদ মিথুন-মুশফিকুর রহিম শূন্য রান করে ফিরেন। সাদমান ২৯ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৬ রান করে আউট হন।
২৪ রানে আহত অবসর নেন লিটন দাস। বল হাতে ভারতের উমেশ যাদব ৩টি, ইশান্ত শর্মা ২টি ও মোহাম্মদ সামি ১টি উইকেট নেন।
টেস্ট ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মত দিবা-রাত্রির টেস্ট খেলতে নামলো বাংলাদেশ ও ভারত।