বাসস বিদেশ-৪ : পুলিশ প্রটোকল ভঙ্গ করে থাকতে পারে : চিলির প্রেসিডেন্ট

140

বাসস বিদেশ-৪
চিলি- অধিকার- বিক্ষোভ
পুলিশ প্রটোকল ভঙ্গ করে থাকতে পারে : চিলির প্রেসিডেন্ট
সান্তিয়াগো, ২২ নভেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক) : চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা বৃহস্পতিবার বলেছেন, মাসব্যাপী আন্দোলন মোকাবিলায় পুলিশ প্রটোকল ভঙ্গ করে থাকতে পারে।পুলিশ মানবাধিকার লঙ্ঘন করেছে কীনা সেটি কৌঁসুলীরা তদন্ত করে দেখবে।
গতমাসে দেশটির আন্দোলনের ঘটনা নিয়ে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের এক নিন্দামূলক প্রতিবেদন প্রকাশের পর তিনি এ মন্তব্য করেন। এক মাসব্যাপী ওই আন্দোলনে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে।
দি ন্যাশনাল ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস তাদের প্রতিবেদনে জানায়, আন্দোলনে প্রায় ২,০০০ জন আহত হয়েছে এবং ২৮০ জনের বেশী দৃষ্টি হারানোর দাবি করেছে।
বিক্ষোভে কোনো পুলিশ কর্মকর্তা নিহত হয়নি তবে মানবাধিকার সংস্থা বলেছে ১,৬০০ কর্মকর্তা আহত হয়েছে।
প্রসিকিউটর অফিস বলেছে, ৩১ অক্টোবরের পর থেকে পুলিশের সহিংসতার ১,০৮৯ টি অপরাধ অভিযোগ পেয়েছে এরমধ্যে ২৪ টি ঘটনা নির্যাতনের, ৯ টি যৌন হয়রানি বা ধর্ষনের মামলা।
বাসস/অনু-জেজেড/১৫৪৪/এমএবি