বাসস ক্রীড়া-১ : দিবা-রাত্রির টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং-এ বাংলাদেশ

131

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-টেস্ট
দিবা-রাত্রির টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং-এ বাংলাদেশ
কলকাতা, ২২ নভেম্বর, ২০১৯ (বাসস) : দিবা-রাত্রির টেস্টে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং-এ বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টেস্ট ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মত দিবা-রাত্রির টেস্ট খেলতে নামলো বাংলাদেশ ও ভারত।
ইন্দোরে সিরিজের প্রথম টেস্টের একাদশ থেকে দু’টি পরিবর্তন নিয়ে ঐতিহাসিক ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন পেসার আল-আমিন হোসেন ও স্পিনার নাইম হাসান।
আগের ম্যাচের একাদশই অব্যাহত রেখেছে ভারত।
বাংলাদেশ একাদশ : মোমিনুল হক (অধিনায়ক), ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস (উইকেটরক্ষক), নাইম হাসান, আল-আমিন হোসেন, আবু জায়েদ ও এবাদত হোসেন।
ভারত একাদশ : বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সামি, ইশান্ত শর্মা ও উমেশ যাদব।
বাসস/এএমটি/১৩১৫/স্বব