বাসস দেশ-২৭ : ঢাবিতে বঙ্গবন্ধু পিএইচডি ছাত্র বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান

148

বাসস দেশ-২৭
বঙ্গবন্ধু-আহবান
ঢাবিতে বঙ্গবন্ধু পিএইচডি ছাত্র বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান
ঢাকা, ২১ নভেম্বর, ২০১৯ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পিএইচডি গবেষকদের কাছ থেকে ‘বঙ্গবন্ধু পিএইচডি ছাত্র বৃত্তি’র জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।
ঢাবির কলা অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের কাছ থেকে নির্ধারিত ফরমে এই দরখাস্ত আহবান করা হয়।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের ৩২৩ নম্বর কক্ষ থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দেয়া যাবে।
এতে বলা হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অর্থায়নে দু’জন গবেষককে এই বৃত্তি প্রদান করা হবে। গবেষণা কর্মের বিষয়বস্তু ও পরিধি ‘মুক্তিযুদ্ধ’ ভিত্তিক হতে হবে।
রেজিস্ট্রেশনের জন্য প্রক্রিয়াধীন পিএইচ.ডি প্রোগ্রামে ভর্তির অনুমতিপ্রাপ্ত শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তিপ্রাপ্ত গবেষকদের মাসিক ২০ হাজার টাকা গবেষণা বৃত্তি এবং গবেষণা সংক্রান্ত কাজে সহায়তার জন্য এককালীন সর্বোচ্চ ৩৫ হাজার টাকা প্রদান করা হবে।
বাসস/সবি/এসএস/১৮৩০/এএএ