বাসস দেশ-৬ : সরকারের আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

117

বাসস দেশ-৬
পরিবহন-ধর্মঘট-প্রত্যাহার
সরকারের আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
ঢাকা, ২১ নভেম্বর, ২০১৯ (বাসস): স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠকের পরে আজ ট্রাক ও কভার্ড ভ্যান মালিক ও শ্রমিকরা তাদের দেশব্যাপী ধর্মঘট প্রত্যাহার করেছে।
এরআগে বুধবার রাত ৯টায় বাংলাদেশ ট্রাক ও কভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক এবং শ্রমিক ঐক্য পরিষদে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় মন্ত্রী এবং অন্যান্য সরকারি স্টেকহোল্ডারদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে গতরাত পৌনে ১টায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।
মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে আসাদুজ্জামান খান বলেন, তাদের প্রথম দাবি লাইসেন্স ও অন্যান্য সার্টিফিকেট নবায়নের জন্য ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত সময় দেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, আইনের কিছু পরিবর্তনের জন্য ঐক্য পরিষদ নেতারা ৯ দফা দাবি দিয়েছেন, তা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রলালয়ে পাঠানো হবে।
এরআগে ১৯ নভেম্বর নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ পরিবর্তনের দাবিতে বাংলাদেশ ট্রাক ও কভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক এবং শ্রমিক ঐক্য পরিষদ দেশব্যাপী অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়।
বাসস/আরকিউ/অনুবাদ-এমএবি/১৫২০/এমএসআই