বাসস বিদেশ-৩ লিবিয়ায় ইতালীয় ড্রোন ভূপাতিত

131

বাসস বিদেশ-৩
লিবিয়া-ইতালি-সংঘাত
লিবিয়ায় ইতালীয় ড্রোন ভূপাতিত
বেনগাজি (লিবিয়া), ২১ নভেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক): লিবিয়ার শক্তিশালী নেতা খলিফা হাফতারের অনুগত বাহিনী জানিয়েছে, তারা দেশটির পশ্চিমাঞ্চলে ইতালির একটি ড্রোন ভূপাতিত করেছে। তাদের নিয়ন্ত্রিত এলাকায় ড্রোনটি উড়ছিল। খবর এএফপি’র।
হাফতারের মুখপাত্র আহমাদ আল মাসমারি বলেন, ত্রিপোলির দক্ষিণপূর্বে অবস্থিত হাফতার বাহিনীর ঘাঁটি ‘তারহোনার উত্তরে আমরা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইতালির ড্রোনটি ভূপাতিত করি।’
মাসমারি আরো বলেন, ‘লিবীয় ভূখন্ডের আকাশে ড্রোনটি কেন উড়ছিল আমরা এখন তার ব্যাখ্যা জানার অপেক্ষায় রয়েছি।’
এর আগে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, লিবীয় উপকূলের তেলক্ষেত্র ও মাছ শিকারিদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি মিশন চলাকালে লিবীয় ভূখন্ডে ড্রোনটি বিধ্বস্ত হয়।
এক বিবৃতিতে রোম জানায়, ‘এ ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।’
হাফতার পন্থী বাহিনী প্রাথমিকভাবে জানিয়েছিল যে তারা তুরস্কের একটি ড্রোন ভূপাতিত করেছে।
বাসস/এমএজেড/জুনা/১টা