পেঁয়াজ নিয়ে ঢাকায় পৌঁছেছে কার্গো বিমান

287

ঢাকা, ২০ নভেম্বর, ২০১৯ (বাসস) : পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আকাশ পথে পেঁয়াজের চালান নিয়ে প্রথম ফ্লাইটটি আজ সন্ধ্যায় ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।
বিমানবন্দর সূত্র জানায়, আজারবাইজানের সিল্কওয়ে এয়ারলাইনসের একটি কার্গো বিমান ৮২টন পেঁয়াজ নিয়ে সন্ধ্যা সাড়ে ৭ টায় ঢাকা পৌঁছেছে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি মঙ্গলবার জানান, বাজারে পেঁয়াজের দাম কমাতে সরকার আকাশ পথে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আকাশপথে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে প্রযোজ্য হ্যান্ডলিং চার্জ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হকের সভাপতিত্বে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সিইও মোকাব্বির হোসেন আজ বাসসকে বলেন, ‘আশপথে যেকোনো পচনশীল দ্রব্য পরিবহনের ক্ষেত্রে প্রতি কেজিতে ১৮ টাকা চার্জ প্রদান করতে হয়। আমরা জনস্বার্থে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে এটি মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছি।’
সিদ্ধান্ত অনুযায়ী যতদিন আকাশপথে পেঁয়াজ আমদানি করা হবে ততদিন পেঁয়াজ আমদানির ক্ষেত্রে এই চার্জ মওকুফের ব্যবস্থা কার্যকর থাকবে। আকাশপথে পেঁয়াজ আমদানির সাথে সম্পৃক্ত সকল ব্যবসায়ীকে এ ব্যাপারে সর্বতোভাবে সহযোগিতা প্রদান করা হবে।