বাসস বিদেশ-৫ : আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ মার্কিন সৈন্য নিহত

120

বাসস বিদেশ-৫
যুক্তরাষ্ট্র-দুর্ঘটনা
আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ মার্কিন সৈন্য নিহত
কাবুল, ২০ নভেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক): আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মার্কিন সৈন্য নিহত হয়েছে। বুধবার মার্কিন বাহিনী এ খবর জানিয়ে একে নিছক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে। তবে, তালেবান হেলিকপ্টার ভূপাতিত করার দাবি জানিয়েছে।
আফগানিস্তানে মার্কিন বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্তের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে, এটি শত্রু হামলায় বিধ্বস্ত হয়নি বলেই প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে।
হেলিকপ্টারটি কোথায় বিধ্বস্ত হয়েছে সে সম্পর্কে বিবৃতিতে কিছু বলা হয়নি।
এদিকে, তালেবান দাবি করে বলেছে, তারা স্থানীয় সময় রাত একটায় লগার প্রদেশের শারাখ জেলায় একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে।
আফগানিস্তানে ২০০১ সালে মার্কিন আগ্রাসেনর ১৮ বছর পরও সেখানে ১৩ হাজার আমেরিকান সৈন্য মোতায়েন রয়েছে।
বাসস/জুনা/১৭৩৫/আরজি