কুষ্টিয়ায় হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

220

কুষ্টিয়া, ২০ নভেম্বর, ২০১৯ (বাসস) : কুষ্টিয়া ভেড়ামার থানার নারী শ্রমিক হত্যা মামলায় আজ একজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।
আজ দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: তৌহিদুল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রায়ে আসামিকে ৫০হাজার টাকা জরিমানাও করা হয়।
মৃত্যুদন্ডপ্রাপ্ত রবিউল ইসলাম ওরফে রবি ঘরামী ভেড়ামারা উপজেলার বারোমাইল টিকটিকিপাড়া গ্রামের মৃত রেজন আলীর ছেলে।
আদালতের সরকারী কৌসুলী এপিপি এডভোকেট আব্দুল হালিম জানান, ২০১৩ সালের ২১ এপ্রিল সন্ধায় ভিকটিম ইটভাটার নারী শ্রমিক শাপলা (২২) নিজ বাড়ি থেকে নিঁখোজ হয়। পরদিন দুপুরে পাশর্^বর্তী লিচু বাগান থেকে নিহতের লাশ উদ্ধার করে ভেড়ামারা থানা পুলিশ।
এঘটনায় নিহতের মা ইটভাটা শ্রমিক শাহানা বেগম বাদি হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে একমাত্র আসামী রবি ঘরামীকে অভিযুক্ত করে ২০১৩ সালের ১২ডিসেম্বর আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ।
মামলার তদন্ত ও সাক্ষ্য প্রমাণ বিশ্লেষন শেষে আজ এ রায় ঘোষনা করা হয়।