বাসস ক্রীড়া-৪ : ইউরোর প্রস্তুতি হিসেবে ডেনামার্কের বিপক্ষে ম্যাচ খেলবে ইংল্যান্ড

105

বাসস ক্রীড়া-৪
ফুটবল-ইউরো
ইউরোর প্রস্তুতি হিসেবে ডেনামার্কের বিপক্ষে ম্যাচ খেলবে ইংল্যান্ড
লন্ডন, ২০ নভেম্বর ২০১৯ (বাসস) : আগামী বছরের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের প্রস্তুতিকে সামনে রেখে মার্চে ওয়েম্বলীতে ডেনমার্কের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজন করবে ইংল্যান্ড।
আগামী ৩১ মার্চ ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্র নিশ্চিত করেছেন। এর তিনদিন আগে ওয়েম্বলীতে অনুষ্ঠেয় প্রথম প্রীতি ম্যাচের প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি। আয়ারল্যান্ডের সাথে গতকাল ১-১ গোলে ড্র করে ইউরো ২০২০’র চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ডেনমার্ক।
আগামী ১২ জুন রোমে শুরু হওয়া ইউরো’র চূড়ান্ত পর্বের আগে শেষ দুটি ম্যাচে ইংল্যান্ড একটি ঘরের মাঠে এবং অন্যটি খেলবে ইউরোপে। ম্যাচগুলোর প্রতিপক্ষ বছরের শুরুতে নির্ধারিত হবে।
আগামী বছর প্রথমবারের মত ইউরোপের ১২টি ভিন্ন শহরে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ওয়েম্বলীও একটি। ওয়েম্বীতে ইংল্যান্ডের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ ছাড়াও সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হবে।
বাসস/নীহা/১৬৪০/স্বব