বাসস বিদেশ-৩ : দ.কোরিয়া ও সৌদির আটক জাহাজ ছেড়ে দিয়েছে ইয়েমেনী বিদ্রোহীরা

160

বাসস বিদেশ-৩
দ.কোরিয়া-ইয়েমেন-কূটনীতি
দ.কোরিয়া ও সৌদির আটক জাহাজ ছেড়ে দিয়েছে ইয়েমেনী বিদ্রোহীরা
সিউল, ২০ নভেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক): ইয়েমেনী বিদ্রোহীরা দ.কোরিয়া ও সৌদির আটক জাহাজ ছেড়ে দিয়েছে। সে সঙ্গে ইরান মদদপুষ্ট হুতি বিদ্রোহীরা সপ্তাহান্তে ১৬ নাবিককেও মুক্তি দিয়েছে। এদের মধ্য দক্ষিণ কোরিয়ার দুই নাবিক রয়েছে। বিদ্রোহীরা তিনটি জাহাজ জব্দ করার সময় তাদেরকে আটক করেছিল। বুধবার সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনে জব্দ ও আটক করা তিনটি জাহাজ ও ক্রু সদস্যদের সকলকে ছেড়ে দেয়া হয়েছে।
এতে আরো বলা হয়, এ তিন জাহাজের মধ্যে দু’টি দক্ষিণ কোরিয়ার ও একটি সৌদি আরবের।
মঙ্গলবার হুতিরা স্বীকার করে যে তারা তাদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানার পশ্চিমে উকবান দ্বীপ উপকূলের কয়েক মাইল দূরে লোহিত সাগরে তিনটি জাহাজ জব্দ করেছিল।
বাসস/এমএজেড/১৪১৫/জুনা