নড়াইলে আমন ধান সংগ্রহ অভিযান শুরু

221

নড়াইল, ২০ নভেম্বর, ২০১৯ (বাসস)-: সদর উপজেলার মাইজপাড়া বাজারে বুধবার দুপুর সাড়ে ১২টায় কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শেখ মনিরুল হাসান,নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজার পিতা বিশিষ্ট সমাজ সেবক গোলাম মোর্তজা স্বপন, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরুন বালা, সদর উপজেলা খাদ্য পরিদর্শক অপূর্ব কুমার সরকার, জেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মো: আমিনুর রহমান, মাইজপাড়া ইউপি চেয়ারম্যান মো: জিল্লুর রহমান।
জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা গেছে, চলতি মওসুমে নড়াইলের তিন উপজেলায় ৪হাজার ৩৭ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।এর মধ্যে সদর উপজেলায় ১হাজার ৯শ’৭৫ মেট্রিক টন ধান,লোহাগড়া উপজেলায় ১হাজার ৬৩ মেট্রিক টন এবং কালিয়া উপজেলায় ৯শ’৯৯ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।আজ বুধবার থেকে শুরু হওয়া এ সংগ্রহ অভিযান চলবে আগামি ২০২০ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত।এবার প্রতিকেজি ধানের মূল্য ২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শেখ মনিরুল হাসান জানান, এবার সরকারি নির্দেশনা অনুযায়ী সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের উপর গুরুত্বারোপ করা হয়েছে।কৃষকরা তাদের উৎপাদিত ধান ন্যায্যমূল্যে সরাসরি বিক্রি করতে পারলে লাভবান হবেন।