বাসস দেশ-৪১ : একাত্তরের গণহত্যা জাদুঘর স্থাপনে সহায়তা করবে রাশিয়া

229

বাসস দেশ-৪১
জাদুঘর-রাশিয়া
একাত্তরের গণহত্যা জাদুঘর স্থাপনে সহায়তা করবে রাশিয়া
ঢাকা, ১৯ নভেম্বর, ২০১৯ (বাসস) : একাত্তরের গণহত্যা জাদুঘর স্থাপনে সহায়তা করবে রাশিয়া।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাশিয়ার রাজধানী মস্কো সফরের সময় ভিক্টরি মিউজিয়াম কর্তৃপক্ষ বাংলাদেশে ১৯৭১ এর গণহত্যা বিষয়ক জাদুঘর স্থাপনে প্রয়োজনীয় কারিগরি সহায়তার আশ্বাস প্রদান করেন।
বাংলাদেশে ১৯৭১ এর গণহত্যার স্মৃতি ও দলিলসমূহ সংরক্ষণের বিষয়ে গৃহীত প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ার অংশ হিসাবে প্রতিনিধিদল গত ১৬-১৮ নভেম্বর রাশিয়ার রাজধানী মস্কো সফর করেন।
সফরকালীন সময়ে বাংলাদেশ প্রতিনিধিদল রাশিয়ার ভিক্টরি মিউজিয়ামের ভারপ্রাপ্ত প্রধান এল্ডার ইয়ানি বকেভ, আন্তর্জাতিক বিভাগ এর পরিচালক সার্গেই ওরলভ প্রমুখের সাথে বৈঠক করেন।
বৈঠকে উভয় জাদুঘরের মধ্যে পার্টনারশিপ, দ্বিপাক্ষিক প্রদর্শনী বিনিময়, কারিগরি সহায়তা প্রভৃতি বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। ভিক্টরি মিউজিয়াম কর্তৃপক্ষ বাংলাদেশে ১৯৭১ এর গণহত্যা বিষয়ক জাদুঘর স্থাপনে প্রয়োজনীয় কারিগরি সহায়তার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, রাশিয়ার মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মোল্লা সালেহীন সিরাজ প্রতিনিধিদলকে সার্বিক সহযোগিতাপূর্বক সমন্বয়ের দায়িত্ব পালন করেন।
বাসস/সবি/কেসি/২০৩০/কেজিএ