বাসস বিদেশ-৫ : আফগানিস্তানে ভয়াবহ বোমা হামলার নিন্দা ভারতের

142

বাসস বিদেশ-৫
ভারত-আফগানিস্তান-নিন্দা
আফগানিস্তানে ভয়াবহ বোমা হামলার নিন্দা ভারতের
নয়াদিল্লী, ২ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক): আফগানিস্তানে ভয়াবহ এক বোমা হামলায় ২০ জন নিহত ও ২০ জন আহত হওয়ার ঘটনায় সোমবার ভারত এর নিন্দা জানিয়েছে। কর্মকর্তারা একথা জানান। খবর সিনহুয়ার।
রোববার জালালাবাদ নগরীতে এ হামলা চালানো হয়। একটি গাড়ি বহর গভর্নর হাউজে প্রবেশের সময় এক আত্মঘাতী বোমা হামলাকারী সেই বহর লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটালে হতাহতের এ ঘটনা ঘটে। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে সাক্ষাতের জন্য তারা সেখানে যাচ্ছিল।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আমরা আফগানিস্তানে গতকালের সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানাচ্ছি। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
তিনি আরো বলেন, ‘আফগানিস্তানের এই দু:সময়ে ভারত আফগান সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।’
দিল্লীতে ভারতীয় শিখ কমিউনিটি জানায়, ওই হামলায় ১১ শিখ নিহত হয়েছে। তারা নিহতদের নাম প্রকাশ করেছে।
বাসস/এমএজেড/১৪৩৫/জুনা