বাসস দেশ-৩৪ : সংযুক্ত আরব আমিরাত সফর শেষে বিমান বাহিনী প্রধান দেশে ফিরেছেন

237

বাসস দেশ-৩৪
বিমান-প্রধান-প্রত্যাবর্তন
সংযুক্ত আরব আমিরাত সফর শেষে বিমান বাহিনী প্রধান দেশে ফিরেছেন
ঢাকা, ১৯ নভেম্বর, ২০১৯ (বাসস) : বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত চার দিনের সরকারি সফর শেষে আজ মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে প্রত্যাবর্তন করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সফরকালে বিমান প্রধান দুবাইতে অনুষ্ঠিত দুবাই ইন্টারন্যাশনাল এয়ার ফোর্স কমান্ডার্স কনফারেন্স এবং দুবাই এয়ার শো ২০১৯ তে অংশগ্রহণ করেন।
আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য নতুন নতুন যুদ্ধাস্ত্র ও প্রযুক্তি সরঞ্জাম সংযোজনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে এবং দুই দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সুসম্পর্ক আরও সুদৃঢ় ও সম্প্রসারিত হবে বলে আশা করা যায়।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত কমান্ডার্স অব দ্য এয়ার ফোর্স এন্ড ডিফেন্স, ইউনাইটেড আরব এমিরেটস-এর আমন্ত্রণে গত শুক্রবার এক সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
বাসস/আইএসপিআর/এমএন/১৯৪০/এএএ