বগুড়ায় রেলওয়ের জমি থেকে দু’শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

186

বগুড়া, ১৯ নভেম্বর ২০১৯ (বাসস) : জেলায় রেলওয়ের জায়গা থেকে দু’শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।
জেলা শহরের সুত্রাপুর মৌজায় স্টেশন সড়কের পাশে মঙ্গলবার সকাল ১০ টা থেকে থেকে বিকাল ৫টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে বাংলাদেশ রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। এসময় অবৈধভাবে রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।
অভিযানকালে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমঞ্চালয়ের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা রেজাউল করিম, বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা (লালমনিরহাট) মো. রেজুয়ানুল হক, বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার পলাশ মন্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা রেজাউল করিম বলেন, রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত দুইশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।