বাসস বিদেশ-৫ : এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের পথে নওয়াজ শরীফ

132

বাসস বিদেশ-৫
পাকিস্তান লন্ডন
এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের পথে নওয়াজ শরীফ
লাহোর, ১৯ নভেম্বও, ২০১৯ (বাসস ডেস্ক): পাকিস্তানের অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে মঙ্গলবার এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেয়া হচ্ছে। সেখানে তিনি চিকিৎসা নেবেন।
শরীফ, ৬৯, উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন। তার ডাক্তার বলেছেন, তিনি জীবন বাঁচানোর লড়াইয়ে রয়েছেন।
নওয়াজ শরীফ দুর্নীতির দায়ে জেল খাটছিলেন। কিন্তু চিকিৎসার জন্যে গত মাসে তিনি জামিন পান। এরপর থেকে তার দল ও পরিবার ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া তালিকা থেকে তার নাম প্রত্যাহারের জন্যে চেষ্টা চালাতে থাকে।
কয়েকদিনের রাজনৈতিক টানাপোড়েন শেষে শরীফকে নিয়ে কাতার এয়ারওয়েজের এয়ার অ্যাম্বুলেন্স দোহা হয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে।
লাহোর শহরের উপকণ্ঠে অবস্থিত নিজ বাসভবন থেকে শরীফ যাত্রা করলে দলীয় কর্মীরা তার গাড়িতে গোলাপ পাপড়ি ছিটিয়ে দেয়।
পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন) দলের একজন সিনিয়র কর্মী তার লন্ডন যাওয়ার কথা নিশ্চিত করেন।
আদালত চিকিৎসার জন্যে তাকে চার সপ্তাহের জামিন দিলেও চিকিৎসার প্রয়োজনে তা বাড়ানো হতে পারে।
নওয়াজ শরীফ তিন বার দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কিন্তু একবারও তিনি মেয়াদ পূর্ণ করতে পারেন নি।
বাসস/জুনা/১৭১০/আরজি