বাজিস-৫ : কুমিল্লায় কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

146

বাজিস-৫
কুমিল্লা- কৃষি উপকরণ
কুমিল্লায় কৃষকদের মাঝে উপকরণ বিতরণ
কুমিল্লা, দক্ষিণ ১৯ নভেম্বর , ২০১৯৯ (বাসস): জেলায় আজ সকাল সাড়ে ১০টায় কৃষি সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এর উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি।
এতে সভাপতিত্ব করেণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম খান। উপস্থিত ছিলেন- উপজেলা আ.লীগ সভাপতি আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, পরিষদের ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ এসডু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, সুন্দুলপুর ইউপি চেয়ারম্যান মাসুদ আলম, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মইন চৌধুরী, মহিলা আ.লীগ সভাপতি জেবুন্নেছা জেবু প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা মো. সারোয়ার জামান স্বাগত বক্তব্যে বলেন, উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকার চার হাজার ৭৫০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ সার, ধান, সরিষা ও ভুট্টাসহ বিভিন্ন রবিশস্যের বীজ বিতরণ করা হয়েছে। এতে প্রতি কৃষককে ৩০ কেজি সার, ১ কেজি সরিষা বীজ, ৫ কেজি বীজ ধান ও ২ কেজি করে ভুট্টাবীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
বাসস/সংবাদদাতা/১৩৪০/নূসী