বাজিস -৪ : পিরোজপুরে ১০ মাসে ১ লক্ষ ১৪ হাজার মানুষ সরকারি ডিজিটাল সেবা পেয়েছে

153

বাজিস -৪
পিরোজপুর- ডিজিটাল সেবা
পিরোজপুরে ১০ মাসে ১ লক্ষ ১৪ হাজার মানুষ সরকারি ডিজিটাল সেবা পেয়েছে
পিরোজপুর, ১৯ নভেম্বর, ২০১৯ (বাসস): জেলায় গত দশ মাসে ১ লক্ষ ১৪ হাজার ৮৯৭ জন মানুষ বিভিন্ন ধরনের সরাসরি ডিজিটাল সেবা পেয়ে যথেষ্ট পরিমাণ উপকৃত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের চালু করা ইউনিয়ন ডিজিটাল সেন্টার সমূহের মাধ্যমে এ সেবা প্রদান করা হয়। পিরোজপুর জেলার ৫২টি ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্স এ অবস্থিত ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কর্মরত ১শত ৪ জন উদ্যোক্তা চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এ সেবা প্রদান করে।
এ সময় এ উদ্যোক্তরা সেবা প্রদান করে ৬২ লক্ষ ৩ হাজার ৭৮৩ টাকা উপার্জন করে নিজেরা স্বাবলম্বী হয়েছে। সেবা গ্রহীতাদের মধ্যে পিরোজপুর সদরে ৩ হাজার ৩৩২ জন, নাজিরপুর ২ হাজার ৫০৬ জন, নেছারাবাদে ১১ হাজার ৫০২ জন, কাউখালীতে ১১ হাজার ৭৫৭ জন, ভান্ডারিয়ায় ৮ হাজার ২৮৮জন, ইন্দুরকানীতে ৬৫ হাজার ৪৩৭ জন এবং মঠবাড়িয়ায় ১২ হাজার ৭৫ জন রয়েছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার সমূহের বিদ্যমান সেবা গুলোর মধ্যে রয়েছে নাগরিক সনদ, অনলাইনে জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধন, সরকারি ফরম ডাউনলোড, জমির পর্চার আবেদন, সব ধরনের নাগরিক আবেদন, জীবন বীমা, টেলি মেডিসিন, বিদ্যুৎ বিল পরিশোধ, পাবলিক পরীক্ষার ফল জানা, অনলাইনে বিশ্ববিদ্যালয় ভর্তি, পাসপোর্টের আবেদন, ভিসা ভেরিফিকেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বাস্থ্য পরামর্শ, পানি পরীক্ষা, আর্সেনিক পরীক্ষাসহ বিভিন্ন সরকারি ডকুমেন্ট প্রণয়ন, সরকারি বিভিন্ন প্রচারণা কাজে লজিষ্টিক সার্পোট, কম্পিউটার প্রশিক্ষণ, কম্পিউটার কম্পোজ, অনলাইনে পণ্য বিক্রয়, ই-টিকেটিং সার্ভিস, অনাইনে টেন্ডার ড্রপিং, ষ্ট্যাম্প বিক্রয় সেবা, অনলাইটে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বরের আবেদন, ছবি তোলা, ই-মেইল, ইন্টারন্টে ব্রাউজিং, চাকুরীর বিজ্ঞপ্তি দেখা ও অনলাইনে চাকুরির আবেদনসহ প্রায় অর্ধশত ধরনের সেবা দেওয়া হচ্ছে। পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বাসসকে জানান জেলার সকল ইউডিসিতে উদ্যোক্তারা সার্বক্ষণিক সেবা গ্রহীতাদের সেবা প্রদানে আন্তরিকতার সাথে কাজ করছে এবং ক্রমান্বয়ে এ কাজের গতি বৃদ্ধি পাচ্ছে এবং অধিক সংখ্যক পল্লী অঞ্চলের মানুষ এখান থেকে সেবা গ্রহণের জন্য উপস্থিত হচেছ।
বাসস/সংবাদদাতা/১৩২০/নূসী