বাজিস-৩ জাজিরায় ৩ হাজার ৫শ’ কৃষকের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ

155

বাজিস-৩
শরীয়তপুর-সার বিতরণ
জাজিরায় ৩ হাজার ৫শ’ কৃষকের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ
শরীয়তপুর, ১৯ নভেম্বর, ২০১৯৯ (বাসস) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনা কর্মসূচীর আওতায় তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শরীয়তপুরের জাজিরা উপজেলার ৩ হাজার ৫০০কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় জাজিরা উপজেলা অফিস চত্ব¡রে উপজেলা কৃষি কর্মকর্তা মো: জামাল হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আমির হামজা। বিশেষ অতিথি ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মো: জাহিদুল ইসলাম, খামারবাড়ি শরীয়তপুরের প্রশিক্ষণ কর্মকর্তা মো: মহিউদ্দিন আহমেদ। এসময় প্রত্যেক কৃষককে বিনামূল্যে ১ কেজি সরিষার বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে বলেন, দেশের ভোজ্য তেলের ঘাটতি পূরণে কৃষি বান্ধব বর্তমান সরকার তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচী বাস্তবায়ন করছে। এ প্রণোদনা কর্মসূচীর আওতায় এ বছর জেলায় ৭ হাজার ২০০ জন কৃষককে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা দেয়া হবে। তার মধ্যে ৩৫০০ জন কৃষককে সরিষা, ২৫০০ জন কৃষককে গম, ১১০০ জন কৃষককে মুগ ও ১০০ জন কৃষককে সূর্যমুখী আবাদে বিনামূল্যে বীজ ও সার দেয়া হবে।
বাসস/সংবাদদাতা/১২-১৭/নূসী