চলতি বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড গড়লেন জর্গেনসেন

314

নিজনি নভগোরোদ (রাশিয়া), ২ জুলাই, ২০১৮ (বাসস) : রাশিয়া ফুটবল বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড গড়লেন ডেনমার্কের ডিফেন্ডার ম্যাথিয়াস জর্গেনসেন। গতরাতে শেষ ষোলোর ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাত্র ৫৭ সেকেন্ডে গোল করে এবারের আসরে দ্রুততম গোলের রেকর্ড গড়েন জর্গেনসেন। তবে বিশ্বকাপে ইতিহাসে দ্রুততম গোলের তালিকায় এটি ১২তম স্থানে রয়েছে।
এই তালিকায় সবার উপরে রয়েছেন তুরস্কের হাকান শুকার । ২০০২ সালের বিশ্বকাপের তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে বল গড়ানোর ১১ সেকেন্ডর সময় গোল করেন শুকার। বিশ্বকাপ ইতিহাসে এটিই এখন পর্যন্ত দ্রুততম গোলের বিশ্বরেকর্ড।